ক্যাম্প ন্যু ছেড়ে সদ্য অ্যালিয়েঞ্জ অ্যারেনায় পা রেখেছেন ফিলিপ্পে কুতিনহো। ব্রাজিলের অ্যাটাকিং মিডফিল্ডারকে বার্সেলোনা ধারে পাঠিয়েছে বায়ার্ন মিউনিখে। কুতিনহোকে দলে এনে বাভারিয়ানরা ঠকেনি মনে করেন ইয়ুর্গেন ক্লপ। লিভারপুল কোচের বিশ্বাস, বায়ার্ন বিশ্ব মানের এক ফুটবলারকে দলে নিয়েছে। যিনি কিনা খেলেন জুভেন্টাস কিংবদন্তি আলেসান্দ্রো দেল পিয়েরোর মতো। ২০১৮ সালের জানুয়ারিতে বার্সায় যোগ দেওয়ার আগে কুতিনহো সব প্রতিযোগিতা মিলিয়ে ২০১ ম্যাচ খেলেছেন লিভারপুলের জার্সিতে। তার মধ্যে ৮৯ ম্যাচ খেলেছেন জার্মান কোচ ক্লপের অধীনে। ব্রাজিলের হয়ে ৫৫ ম্যাচ খেলা কুতিনহো অল রেডসদের হয়ে করেছেন ৫৪ গোল। অ্যানফিল্ডে ব্রাজিলিয়ান তারকাকে চোখের সামনে বেড়ে ওঠতে দেখেছেন ক্লপ। কুতিনহোর বাঁ-পাশ ধরে ছুটে চলা, দূরপাল্লার ট্রেডমার্ক শট দেল পিয়েরোকে মনে করিয়ে দেয় জানান লিভারপুল কোচ। ২০০৬ সালে বিশ্বকাপজয়ী ইটালিয়ান ফরোয়ার্ড দেল পিয়েরো ১৯৯৩-২০১২ মৌসুম পযর্ন্ত জুভেন্টাসের হয়ে ২০০ গোল করেছেন। কুতিনহোকে দেল পিয়েরোর সঙ্গে তুলনা দেওয়ার ক্ষেত্রে মেইঞ্জ এবং বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক কোচের ব্যখ্যা, ‘দুরপাল্লার শটে গোল করার ক্ষেত্রে কুতিনহোর অবিশ্বাস্য চোখ আছে। নিয়মিতভাবে আমি কখনো দেখিনি, যে একটা খেলোয়াড় বাঁ-পাশ থেকে বল নিয়ে ছুটে এসে দূরপাল্লার শট নিচ্ছে, এমন কাজ কেবল করতেন দেল পিয়েরো।’ ক্লপের দাবি, গোল করার সক্ষমতা থাকা তেমন বড় ব্যাপার নয়, তবে উত্তরাধিকারসূত্রে ভার্সেটাইল আক্রমণাত্মক খেলোয়াড় পেয়েছে বায়ার্ন মিউনিখ।