শ্রীলঙ্কা ও নিউ জিল্যান্ডের মধ্যে কলম্বো টেস্টের প্রথম দিনের প্রায় দুই সেশনের খেলা ভেসে গেছে বৃষ্টিতে। দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষে স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ৮৫ রান। দিমুথ করুনারতেœ ৪৯ রানে ব্যাট করছেন। অধিনায়কের ১০০ বলের দায়িত্বশীল ইনিংস গড়া ৬ চারে। বৃষ্টির জন্য প্রথম সেশনে খেলা সম্ভব হয়নি। স্থানীয় সময় বেলা পৌনে দুইটায় খেলা শুরু হলে টস জিতে ব্যাটিং নেয় স্বাগতিকরা। লম্বা সময় ক্রিজে থেকেও থিতু হতে না পারা লাহিরু থিরিমান্নেকে ফিরিয়ে দেন উইলিয়ামস সমারভিল। দ্বিতীয় উইকেটে করুনারতেœ ও কুসল মেন্ডিসের ব্যাটে এগিয়ে যায় সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা শ্রীলঙ্কা। চা-বিরতির পরপরই লঙ্কানদের প্রতিরোধ ভাঙেন কলিন ডি গ্র্যান্ডহোম। ৩২ রান করা মেন্ডিসকে কট বিহাইন্ড করে ভাঙেন ৫০ রানের জুটি। এর খানিক পর আলোক স্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। প্রথম দিন সব মিলিয়ে খেলা হয় ৩৬.৩ ওভার।
সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৩৬.৩ ওভারে ৮৫/২ (করুনারতেœ ৪৯*, থিরিমান্নে ২, মেন্ডিস ৩২, ম্যাথিউস ০*; বোল্ট ৭-২-২০-০, সাউদি ১২-৪-২২-০, ডি গ্র্যান্ডহোম ৮.৩-২-১৪-১, সমারভিল ৬-৩-২০-১, প্যাটেল ৩-১-৭-০)