যশোরের কেশবপুরে গাঁজা সেবনের অপরাধে ভ্রাম্যমান আদালত এক যুবককে দেড় বছরের কারাদ- দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানূর রহমান বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই কারাদ- দেন।উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ভবানীপুর গ্রামের মতলেব মোড়লের ছেলে মফিজুর রহমানকে (২৫) গাঁজা সেবনের অপরাধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন ২০১৮ আইনে দেড় বছরের কারাদ- প্রদান করা হয়েছে। কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানূর রহমান বলেন, বৃহস্পতিবার সকালে পৌর শহর এলাকায় মাদক সেবন অবস্থায় মফিজুর রহমানকে আটক করে ভ্রাম্যমান আদালত বসিয়ে দেড় বছর কারাদন্ডাদেশ প্রদান করে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।