যশোরের কেশবপুরে বুধবার রাতে ২২ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে থানার পুলিশ। থানার উপপরিদর্শক ফজলে রাব্বি মোল্লা সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে মির্জানগর গ্রামের মৃত মোহাম্মদ আলির ছেলে হারুনর রশিদকে (২৯) উপজেলা পরিষদের পুকুরের পাশ থেকে ১০ বোতল ও একই গ্রামের বদর উদ্দিনের ছেলে আসাদুজ্জামানকে (২৫) পৌর সহরের কালারবাসা ব্রীজের উপর থেকে ১২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে।
এ ব্যাপারে কেশবপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. শাহিন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। তাদেরকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়।