কপোতাক্ষ নদের ভয়াবহ ভাঙ্গনে হুমকির মুখে পড়েছে খুলনার পাইকগাছা উপজেলার রাড়-লী ইউনিয়নের জেলে পল্লী। ভাঙ্গন অব্যাহত থাকায় ইতোমধ্যে অসংখ্য ঘরবাড়ী নদীগর্ভে বিলিন হয়ে গেছে। ভাঙ্গন আশঙ্কায় জেলে পল্লীর বাসিন্দাদের নির্ঘুম রাত কাটচ্ছে। ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় ও জনপ্রতিনিধিরা।
সরেজমিন ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার রাড়-লী ইউনিয়নের ৩নং ও ৫নং ওয়ার্ডের গফুরের ঘাট এলাকা থেকে আলাউদ্দীনের খাল পর্যন্ত কপোতাক্ষ নদের প্রায় ১ কিলোমিটার এলাকা জুড়ে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। ইতোমধ্যে জেলে পল্লীর অসংখ্য ঘর-বাড়ী নদে বিলিন হয়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা। জেলে পল্লীর বাসিন্দা সুশান্ত বিশ্বাস এফএনএসকে জানান, অনেক আগে থেকেই ভাঙ্গন সৃষ্টি হলেও এতোটা ভয়াবহতা ছিলনা। সম্প্রতি ভারী বর্ষণের ফলে ভাঙ্গন ভয়াবহ আকার ধারণ করেছে। কুমার বিশ্বাস এফএনএসকে জানান, নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভাঙ্গন বৃদ্ধি পেয়েছে। কেয়ারের রাস্তা অনেক আগেই নিশ্চিহ্ন হয়ে গেছে। সম্প্রতি ভয়াবহ ভাঙ্গনে অসংখ্য ঘর-বাড়ি নদে বিলিন হয়ে গেছে। অঞ্জলী বিশ্বাস এফএনএসকে জানান, জেলে পল্লীতে আমরা ৫০ পরিবার বসবাস করি। ভয়াবহ ভাঙ্গনের কারণে প্রতিদিন ছেলে-মেয়েদের নিয়ে আমাদের নির্ঘুম রাত কাটাতে হচ্ছে। আমরা সাহায্য চাই না। বসবাসের নিশ্চয়তা চাই, চাই ভাঙ্গনরোধ।
ইউপি সদস্য জাহান আলী গাজী এফএনএসকে জানান, স্থানীয়ভাবে কয়েক বার বাঁশের পাইলিং করে ভাঙ্গন রোধ করার চেষ্টা করেছি। কিন্তু ভাঙ্গনের ভয়াবহতা এতটাই বেশি কোনো পাইলিং কাজে আসছে না। ইউপি চেয়ারম্যান আবদুল মজিদ এফএনএসকে জানান, দ্রুত ভাঙ্গনরোধ করা না গেলে যে কোনো সময়ে কপোতাক্ষ নদের উপচে পড়া পানিতে রাড়-লী, ভবানীপুর, বাঁকা, শ্রীকণ্ঠপুর সহ গোটা ইউনিয়ন প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না জানান, ক্ষতিগ্রস্থদের তালিকা প্রণয়ন সহ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।