জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক মন্ত্রী শহীদ আবদুর রব সেরনিয়াবাতের ছোট নাতি, ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেটে বড় ভাই সুকান্ত বাবু সেরনিয়াবাতকে হারানো জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ বলেছেন, যারা বাঙ্গালী জাতির মুক্তি চায় তারাই আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শকে বিশ্বাস করে।
মাসব্যাপী জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে জেলার আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে রাজিহার মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আজকের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাধীনতা বিরোধীরা ৩৫ বার হত্যার চেষ্টা করেছে। আল্লাহর রহমতে তিনি দেশের মানুষের ভালবাসা ও দোয়ায় বেঁচে গেছেন। সেই মীর জাফর ঘাতকরা এখনো সক্রিয় রয়েছে, তাই সকলকে সজাগ থাকতে হবে।
রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিজয় কৃষ্ণ রায়ের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এইচএম মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম হেমায়েত উদ্দিন, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, নারী ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায় প্রমুখ।
শেষে ১৫ আগস্ট নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া-মোনাজাত শেষে কাঙালি ভোজ অনুষ্ঠিত হয়। একইদিন বিকেলে গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নে শোক দিবসের আলোচনা সভা, দোয়া-মিলাদ ও কাঙালি ভোজ অনুষ্ঠিত হয়েছে।
রক্তদান কর্মসূচি ॥ বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্যোগে বরিশালে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর বান্দরোডস্থ ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্রে কর্মসূচির উদ্বোধণ করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। মেডিসিন ক্লাবের বরিশাল শেবাচিম হাসপাতালের ইউনিটের সহযোগিতায় ৭০ জন বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা ও কর্মচারীরা স্বেচ্ছায় রক্তদান করেছেন।