দেবহাটায় ৪৮ তম জাতীয় স্কুল, কলেজ ও মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগীতার এক প্রস্তুতিমূলক সভা বৃহষ্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আবদুল গনি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল লতিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হাই রকেট, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, প্রধান শিক্ষক মদন মোহন পালসহ বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ৪৮ তম জাতীয় স্কুল, কলেজ ও মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্নের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।