নোয়াখালীর সেনবাগ উপজেলার সেনবাগ রাস্তার মাথা-সেনবাগ-ছাতারপাইয়া সড়কের শাহাপুর নামকস্থানে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ নারী সহ ৫জন আহত হয়েছে।
আহতরা হচ্ছে - সেনবাগ উপজেলার ৪নং ইউনিয়নের জামালপুেরর প্রতেহপুর গ্রামের নারায়ন দাস (৪৫), তার স্ত্রী মলনা রানী দাস(৩৭) মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামের রাহেলা বেগম (৩৩), অজুনতলা ইউনিয়নের উত্তর গোরকাটার গ্রামের অনার্স পড়ুয়া ছাত্রী শিলা (২২),ও টাংগাইলের সজিব (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সেনবাগ বাজার ও রাস্তার মাথা থেকে ছেড়ে আসা দ্রুতগতির দুইটি সিএনজি চালিক অটো রিক্স শাহাপুর নামকস্থানে পৌছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ও্্্্্্্্্ই আহতের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সেনবাগ সরকারি হাসপাতালে ভর্তি করান।