২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় নিহত শহীদ নেতা-কর্মীদের স্মরণে যশোরের মণিরামপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু।
তরুণ আওয়ামী লীগ নেতা সন্দীপ ঘোষের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি বাবুল করিম বাবলু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, জেলা পরিষদ সদস্য শহিদুল ইসলাম মিলন, সাবেক উপজেলা শ্রমিক লীগের সভাপতি বিল্লাল হোসেন মিন্টু, কাশিমনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি চিত্ত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, কুলটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রণয় রায় চৌধুরী, ঢাকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি, এম মঞ্জুরুল হাসান সাজ্জাদ, ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক লীগ আহ্বায়ক অরবিন্দু হাজরা, যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা, শরিফুল ইসলাম শরিফ, পৌর কাউন্সিলর আবদুর রহমান প্রমুখ