২১ আগস্ট গ্রেনেট হামলায় নিহতদের স্মরনে রাজশাহীর বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইফুল হাসনাত মাহমুদ রফিজ। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ লায়েব উদ্দিন লাভলু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল,, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি রোকুনুজ্জামান রিন্টু।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস আহম্মেদ সোনার পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মুন্টু, অধ্যক্ষ নসিম উদ্দিন, মাসুদ রানা তিলু, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাবাজ আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান রবি, সানোয়ার হোসেন সরুজ, সালাউদ্দিন প্রমুখ।
অপর দিকে বাউসা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আ.লীগের আয়োজনে অমরপুর বাজারে ওয়ার্ড আ.লীগের সভাপতি মাহাম আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোনা আহম্মেদের পরিচালনায় বক্তব্য রাখেন বাউসা ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান শফিক, বাউসা ইউনিয়ন আ.লীগের সভাপতি সাইফুল ইসলাম টগর, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, আ.লীগ নেতা মুজিবুর রহমান, আলম হোসেন প্রমুখ।