রাজশাহীর বাঘায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের ইফটিজিং এর বিরুদ্ধে শপদ বাক্য পাঠ করান ইউএনও শাহিন রেজা। গতকাল বুধবার (২১ আগষ্ট) সকাল থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে গিয়ে এ শপদ বাক্য পাঠ করান হয়।
জানা যায়, উপজেলার আড়ানী সরকারি মনোমোহিনী উচ্চবিদ্যালয়ের ৮০০ শতাধিক শিক্ষার্থীদের বুধবার সকাল ১০টায় শপদ বাক্য পাঠ করানো হয়। এ ছাড়া উপজেলার বাঘা উচ্চ বিদ্যালয়, রহমতউল্লা বালিকা উচ্চ উচ্চ বিদ্যালয়, মনিগ্রাম উচ্চ বিদ্যালয়, ইসলামি একাডেমি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ইভটিজিং বন্ধে শপদ বাক্য পাঠ করানো হয়েছে। পাশাপাশি প্রতিষ্টানের আশপাশে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। শিক্ষা প্রতিষ্টান চলাকালে কয়েকজন যুবককে এক স্থানে দেখে তাদের সতর্ক করা হয়েছে এবং চলাফেরার পরিবর্তন করার নির্দেশ দেয়া হয়েছে। এমন নির্দেশ পাওয়ার পর কয়েকজন যুবক স্থান ত্যাগ করে। তবে প্রথম পর্যায়ে হওয়ায় কাউকে কোন ধরনের দন্ড দেয়া হয়নি।
পরিচয় গোপন রাখার শর্তে কয়েকজন যুবক জানান, প্রতিষ্টান চলাকালিন সময়ে কয়েকজনকে এক জায়গায় দেখে ভ্রাম্যমান আদালত এসে এক স্থানে বসে থাকা বিষয়ে সম্পর্কে জিজ্ঞাসা করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ মতো স্থান ত্যাগ করে চলে যায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা জানান, ইভটিজিং বন্ধে বিভিন্ন শিক্ষা প্রতষ্ঠানের আশপাশে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় কয়েকজন সন্দেহভাজন বখাটেদের সতর্ক করা হয়েছে। এ ছাড়া প্রতিষ্টান চলাকালীন সময়ে বখাটের সতর্ক করা হয়েছে। তবে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জনান।