বগুড়ায় স্ত্রীকে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে বগুড়া সদর থানা পুলিশ। ঘটেছে মঙ্গলবার গভীর রাতে শহরতলীর বারপুর এলাকায়। পুলিশ হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে।
পুলিশ এ ঘটনায় রাকিবুল হাসান (১৮)নামের এক যুবককে গ্রেপ্তার করেছে সে বারপুর মধ্যপাড়া এলাকার আবু জাফরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,গত প্রায় এক বছর আগে রাকিবুল হাসানের সাথে শিবগঞ্জ উপজেলার ভুরঘাটা এলাকার তোজাম্মেলের মেয়ে মায়া (১৭)’র সাথে বিয়ে হয়।
পুলিশ আরো জানায় এর আগে ওই মেয়েটির নন্দীগ্রাম এলাকার জনৈক আশিক’র সাথে বিয়ে হয়েছিল। বর্তমান স্বামী হাসানের সাথে সংসার করা অবস্থায় মায়া আবারো তার ১ম স্বামীর সাথে বেশ কিছু দিন যাবত যোগাযোগ করে জের ধরে গত মঙ্গলবার রাতে মায়ার সাথে হাসানের তুমুল ঝগড়া হয়।
সূত্র জানায় রাত ১২টার দিকে স্বামী-স্ত্রীর মাঝে বাকবিতন্ডার একপর্যায়ে স্ত্রী মায়ার পেটে ছরিকাঘাত করে স্বামী হাসান। পরে লোকজন টের পেয়ে রক্তাক্ত অবস্থায় মায়া কে উদ্ধার করে ঠেঙ্গামারা এলাকার রাফাতউল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তর তাকে মৃত ঘোষনা করে।
এ ঘটনার খবর পেয়ে বগুড়া সদর থানার পুলিশ ঘাতক স্বামীকে গ্রেপ্তারের মাঠে নামে। বুধবার সকাল ৯টার দিকে খুনি হাসান তাঁর মা-ও নানীর সাথে রিক্সা যোগে পালানোর সময় সদর থানা পুলিশের এস আই সোলেমান সঙ্গীয় ফোর্স সহ ঘাতক হাসানকে ১৭ নং ওয়ার্ড কমিশনার’র অফিসের উত্তর পার্শ্বে রাস্তার ওপর থেকে গ্রেফতার করে।