গত মঙ্গলবার রাতে বগুড়ার শেরপুর থানা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ২‘শ পিচ ইয়াবা সহ আকলেছুর রহমান রিংকু(৩৯) ও আবুল কাশেম (৩৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
শেরপুর থানার এসআই ওসমান গণি জানান, সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের সয়াধানগড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে আকলেছুর রহমান ও কুড়িগ্রাম জেলার ঢুষমারা উপজেলার ফেচকাচর গ্রামের মৃত হাসমত আলীর ছেলে আবুল কাশেম শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের গাড়ই এলাকায় ইয়াবা বিক্রি করছিল। এ সময় গোপন সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার রাত দেড়টার দিকে ওই স্থানে গিয়ে ২‘শ পিচ ইয়াবাসহ তাদের আটক করে থানায় আনা হয়েছে।