পটুয়াখালী দুমকির পায়রা নদীতে মাছের পোনা অবমুক্ত করেছেন পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম। বুধবার বেলা ১১ টায় পটুয়াখালী জেলা পুলিশের আয়োজনে দুমকির লেবুখালী ফেরিঘাট এলাকার পায়রা নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন তিনি। এ সময় অন্যান্যের মাঝে পটুয়াখালী জেলার পুলিশ সুপার মঈনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, বেল্লাল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন, দুমকি প্রেসক্লাবের সভাপতি এইচ এম আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, দুমকি থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান, লেবুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহ আলম আকন প্রমুখ।