কিশোরগঞ্জের সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের ভাস্করকিলা বড়বিলে মোঃ আবদুল আওয়াল মাস্টারের ২ একরের পুকুরে ৩০ আগস্ট বর্শি শিকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে জেলার বর্শি শিকারীসহ বাহিরে বর্শি শিকারীদের প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন পুকুরের মালিক মোঃ আবদুল আওয়াল মাস্টার। তিনি জানান বর্শি শিকারী ভাইদের জন্য ৪৫টি আসন রয়েছে। প্রতি আসনে ৫ হাজার ৫শত টাকা ফি জমা দিতে হবে। আসনের জন্য অগ্রিম টাকা পরিশোধ করতে হবে। ঝুমকা এংকর ও চারকাটি নিষেধ। প্রতি সিটে ৩টি করে বর্শি দেওয়া হবে। পুকুরে নেমে অগ্রিম কোন চারা ব্যবহার করা যাবে না। মাচার বাহিরে কোন বর্শি দিয়ে মাছ ধরতে দেওয়া হবে না। রাতের বেলায় লাইট ব্যবহার করা যাবে না। শুক্রবার রাত ১০টায় আসন লটারীর মাধ্যমে বণ্টন করা হবে বলে জানিয়েছেন। প্রয়োজনে ০১৭২৪-১৬৯১০৯ নাম্বারে যোগাযোগ করা যাবে।