২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে গতকাল বুধবার সন্ধ্যায় বাজিতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা মোঃ ছারওয়ার আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী মস্তুফা কামাল, সাবেক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান শিবলীর নেতৃত্বে বাজিতপুর বাজারে এক বিশাল র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শেষে সিনেমা হল মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন, বাজিতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা মোঃ ছারওয়ার আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী মস্তুফা কামাল, সাবেক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান শিবলী, আওয়ামী লীগ নেতা কায়সার এ হাবিব, সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহজাহান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারা খাতুন, সাধারন সম্পাদক আরিফা হোসেন। ওই অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন।