ময়মনসিংহ মহাবিদ্যালয় ২য় বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম শাকিল হত্যা মামলার সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠ বিচার ও বাকি আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। সংবাদ সম্মেলনে বাদী পক্ষকে মামলা তুলে নিতে নানা ভাবে ভয়ভীতি দেখাচ্ছেন বলে দাবী করা হয়।
বুধবার বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন নিহতের বোন সায়মা আক্তার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সায়মা বলেন, গত ২৫ জুন পরিকল্পিত ভাবে আমার ভাই শাহরিয়ার ইসলামকে হত্যা করা হয়। ২৭ জুন এ ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় তিনজনকে আসামি করে মামলা করেন নিহতের বাবা নজরুল ইসলাম। ওই দিন মামলায় হাদিকুল ইসলামের নাম বাদ দিতে বলে ওসি। পরর্বীতে মামলায় হাদিকুল ইসলামের নাম সংযুক্ত করে নতুন এজাহার দিলে পুলিশ তা গ্রহন করেনি। এরপর আদালতে হাদিকুলের নাম সংযুক্ত করার আবেদন করেন মামলার বাদী নজরুল ইসলাম। পরে আদালত মামলার তদন্ত কর্মকর্তাকে মামলায় হাদিকুলের নাম সংযুক্ত করে মামলার তদন্ত করার নির্দেশ দেন।
সায়মা আরো বলেন, আসামিরা এলাকায় প্রভাবশালী হওয়ায় মামলা তুলে নিতে নানা ভাবে ভয়ভীতি দেখাচ্ছে। তা না হলে পরিবারকে এলাকা ছাড়া করারও হুমকি দিচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবার নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী করেছেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নিহতের বাবা নজরুল ইসলাম, মা রমিছা আক্তার, বোন সানজিদা ইসলাম সোমা, ভাই রিয়াজুল ইসলাম, সাবেক কাউন্সিলর দুলাল উদ্দিন দুলাল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।
এ ঘটনায় নিহতের পরিবার প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধানের কাছে মামলার সঠিক তদন্ত, সুষ্ঠ বিচার ও বাকি আসামীদের গ্রেপ্তারের দাবি জানান।
উল্লেখ্য, গত ২৫ জুন ময়মনসিংহ মহাবিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে চরপাড়ার নয়াপাড়া এলাকায় একটি বাড়িতে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ মামলার প্রধান আসামি তানভীর রহমান রিমনকে গ্রেপ্তার করে। ২৭ জুন হত্যার ঘটনায় কোতোয়ালি মডেল থানায় তিনজনকে আসামি করে মামলা করেন নিহতের বাবা নজরুল ইসলাম।