ঝালকাঠির রাজাপুর উপজেলা সভাকক্ষে বুধবার সকালে নিরক্ষর জরিপ বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা ও জরিপকর্মীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। ভিলেজ এ- সিটি ডেভলপমেন্ট সোসাইটি (ভিসিডিএস) আয়োজিত এ অনুষ্ঠানে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরউজ্জামান, ঝালকাঠির উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারি পরিচালক সুবিমল হালদার, উপজেলা ভাইস চেয়্যরামান আফরোজা আক্তার লাইজু ও ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন। ইউএনও মোঃ সোহাগ হাওলাদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন ভিসিডিএস’র নির্বাহী পরিচালক আবদুল গফফার খান, সহকারি পরিচালক মোঃ রেজাউল, আঞ্চলিক ব্যবস্থাপক কাওসার আহমেদ, প্রজেক্ট সমন্বয়কারী মিলন খান ও নজরুল ইসলাম প্রমুখ। এতে উপজেলার ৬ ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডের জরিপকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।