বিক্ষোভ মিছিল, মানববন্ধনে উত্তাল এখন ভেড়ামারা। সেলসম্যান অনিকের খুনিদের গ্রেফতারের দাবীতে সকাল থেকেই মুহু মুহু শ্লোগানে উত্তাল হয়ে উঠে শান্তির শহর ভেড়াামরা। ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্টান বন্ধ করে দিয়ে রাজপথে নেমে আসেন। ৬টি ব্যবসায়ী সংগঠন একত্র হয়ে সম্মিলিত ব্যবসায়ীদের ব্যানারে বিশাল মানববন্ধন করে। মানববন্ধনে একাত্ততা প্রকাশ করে মানববন্ধনে যোগ দেন আওয়ামীলীগ, জাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও জনপ্রতিনিধিরা। মানববন্ধন থেকে ব্যবসায়ীরা ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয় প্রশাসনকে। এ সময়ের মধ্যে অনিকের খুনিদের গ্রেফতার করতে ব্যার্থ হলে কঠিন আন্দোলনের ডাক দেওয়ার হুমকি দিয়েছে ব্যবসায়ীরা।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে ভেড়ামারা শহরে প্রকাশ্যে দিবালোকে খুন হন আমিন গার্মেন্টস’র সেলসম্যান অনিক (২২)। বাজারের মধ্যেই একদল দৃর্বৃত্ত হাতুড়ি এবং রড দিয়ে পিটিয়ে তাকে খুন করে। প্রাথমিক ভাবে ধারনা করা হয়, আমিন গার্মেন্টেস এর পাশেই আরিফ বস্তবিতানের মালিক আরিফের সাথে তুচ্ছ ঘটনার জের ধরে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই পলাতক রয়েছে আরিফ সহ তার সঙ্গীরা। সিসিটিভি’র ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে আসামীদের গ্রেফতারে মাঠে নামে পুলিশ প্রশাসন।
রাতেই ঘোষনা দেওয়া হয় সকাল ১১টায় অনিকের খুনীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করবে ব্যবসায়ীরা। সকাল ৯টার পর থেকেই ডাকবাংলো মার্কেটের সামনে জোরো হতে থাকে ব্যবসায়ীরা। এরপর মুহু মুহু শ্লোগানে ছোট ছোট মিছিল উত্তাপ ছড়াতে থাকে। ব্যবসায়ীদের উপস্থিতিতে ক্রমশঃ বড় হতে থাকে মিছিল। মিছিল গুলো প্রধান প্রধান সড়ক কাঁপিয়ে ভেড়ামারা থানা ও উপজেলা নির্বাহী অফিসারের কার্য্যালয়ের সামনে বিক্ষোভ করে দ্রুত খুনীদের গ্রেফতারের দাবী জানানো হয়। সকাল পৌনে ১১টার দিকে বাবর আলী সুপার মার্কেটের সাধারন সম্পাদক ফয়জুল আজীজ মিলনের নেতৃত্বে ব্যবসায়ীদের একটি বিশাল বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন করে। সকাল সোয়া ১১টায় ভেড়ামারা প্রেসক্লাবের সামনের সড়কে দাঁড়িয়ে বিশাল মানববন্ধন করে ব্যবসায়ীরা। মানববন্ধনে একাত্ততা প্রকাশ করে অংশনেন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আখকারুজ্জামান মিঠু, সাধারন সম্পাদক ও পৌর মেয়র আলহাজ¦ শামিমুল ইসলাম ছানা, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ আবদুল আলীম স্বপন, ভেড়ামারা পৌরসভার প্যানেল মেয়র আলহাজ¦ মাহবুবুল আলম বিশ্বাস, কলেজ বাজার শিল্প ও বনিক সমিতির সাধারন সম্পাদক আবুল কালাম ডাবলু, রেল বাজার বনিক সমিতির নেতা মাশরেকুল ইসলাম রোজেন, বাবর আলী সুপার মার্কেটের সাধারন সম্পাদক ফয়জুল ইসলাম মিলন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক গোলাম মোস্তফা রুবেল এছাড়াও ডাকবাংলো সুপার মার্কেট, ভেড়ামারা বনিক সমিতি, মধ্যবাজার ব্যবসায়ী সমিতি, সেলস্ম্যান বৃন্দ সহ সকল ব্যবসায়ী সংগঠন মানববন্ধনে অংশনেন। মানববন্ধন থেকে ব্যবসায়ীরা ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন প্রশাসন কে। এ সময়ের মধ্যে অনিক হত্যাকান্ডের সাথে জড়িত খুনি আরিফ এবং তার দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করা হয়। অন্যথায় কঠিন আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন ব্যবসায়ীনেতারা।