পিরোজপুরের ভা-ারিয়ায় র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইমরান সওদাগর(৩০) নামে অপহরণ মামলার এক আসামীকে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে। বরিশাল র্যাব-৮ এর একটি অভিযানিক দল সোমবার দিনগত রাত দুইটার দিকে উপজেলার নিজ ভা-ারিয়া গ্রামের বসত বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার শয়ন কক্ষে বিছানার পাশে তল্লাশী চালিয়ে র্যাব সদস্যরা বাজারের শপিং ব্যাগে রক্ষিত দুইটি ওয়ান শুটার গান, ছয় রাউন্ড কার্তুজ, ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও চারশ গ্রাম গাঁজা উদ্ধার করে।
গ্রেফতারকৃত ইমরান সওদাগর উপজেলার নিজ ভা-ারিয়া গ্রামের মো. শাহজাহান সওদাগর এর ছেলে। র্যাব সূত্র জানান, ইমরান পেশাদার সন্ত্রাসী ও মাদক কারবারি। তার বিরুদ্ধে পিরোজপুর ও ঝালকাঠি জেলার বিভিন্ন থানায় অপহরণ, মাদক ও অস্ত্রসহ মোট ৫ মামলা রয়েছে।
র্যাবের দেওয়া তথ্যে জানাগেছে, ইমরান সওদাগর দীর্ঘদিন প্রশাসনের সোর্স পরিচয়ে ভান্ডারিয়ার ব্যবসা প্রতিষ্ঠান ও স্থানীয় ব্যক্তিদের নিকট চাঁদাবাজি ও নানা সন্ত্রাসী কার্যাকলাপ করে আসছিল। র্যাব-৮, বরিশাল সিপিএসসি'র একটি বিশেষ আভিযানিক দল ভান্ডারিয়া থানা এলাকায় বিশেষ টহলকালীন গোপনে সংবাদ পেয়ে সোমবার দিনগত রাত দুইটার দিকে এমরান সওদাগর এর গ্রামের বাড়িতে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ইমরান পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে তার বসত বাড়ির দ্বিতীয় তলায় শয়ন কক্ষ হতে বাজারের শপিং ব্যাগে রক্ষিত দুইটি ওয়ান শুটার গান, ছয় রাউন্ড কার্তুজ, ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও চারশ গ্রাম গাঁজা উদ্ধার করে।
এঘটনায় বরিশাল র্যাব-৮ গ্রেফতারকৃত ইমরান সওদাগরকে ভা-ারিয়া থানায় হস্তান্তর করেছে। ভান্ডারিয়া থানা ওসি তদন্ত মো. তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় বরিশাল সিপিএসসি'র ডিএডি মোহাম্মদ জহিরুল ইসলাম বাদী হয়ে ভান্ডারিয়া থানায় একটি অস্ত্র ও মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।