কিশোরগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ আগষ্ট) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সহায়তায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বাষির্কী ও জাতীয় শোক দিবস ২০১৯ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী।
ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহামেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কাদির মিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. এমএ আফজল, ধর্ম বিষয়ক সম্পাদক একেএম শামছুল ইসলাম খান মাসুম, জেলা প্রেসক্লাবের সভাপতি মস্তুফা কামাল, সনাক সভাপতি সাইফুল হক মোল্লা দুলু, ক্যাব সভাপতি আলম সারোয়ার টিটু প্রমুখ।
সভায় অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন। পরে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাও. মোঃ সাইকুল ইসলাম।
সভা পরিচালনায় ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড কর্মকর্তা মাও. মোঃ এনামুল হক বিন ফজলুল হক। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মসজিদের ইমাম ও শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।