দীর্ঘদিনের স্বপ্ন ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার। তাইতো এইচএসসি পাশ করার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করার জন্য ঢাকায় গিয়েছিলো কলেজছাত্রী সুমাইয়া আক্তার (১৯)। অতিসস্প্রতি ঢাকায় বসে সুমাইয়া ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে গ্রামের বাড়িতে ফিরে আরো অসুস্থ হয়ে পরে।
একপর্যায়ে তার স্বজনরা গত ১৬ আগস্ট বিকেলে মুমূর্ষ অবস্থায় সুমাইয়াকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সুমাইয়া। এক নিমিষেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ সেবার স্বপ্ন দুঃস্বপ্নে পরিনত হয় সুমাইয়ার পরিবারের। সুমাইয়া পটুয়াখালীর দুমকি উপজেলার বাসিন্দা ফজলুল হকের কন্যা। সে দুমকি থেকে এইচএসসি পাস করেছেন।
সোমবার রাতে শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে সুমাইয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জনকণ্ঠকে বলেন, ভর্তির সময় সুমাইয়ার বমি ও পেটে ব্যথা ছিল। তার ফুসফুসে পানি জমে যাওয়ায় অবস্থা ক্রিটিক্যাল ছিলো। তিনি আরও বলেন, হাসপাতালে আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে সুমাইয়ার মৃত্যু হয়েছে।