কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা কৃষি অধিদপ্তরের অধীনে গতকাল মঙ্গলবার সকাল ১১টা হতে দুপুর ২টা পর্যন্ত নিজস্ব মিলনায়তনে উপজেলা কৃষি কর্মকর্তা এবিএম রকিবুল হাসানের সভাপত্তিত্বে ৬৪জন কৃষককে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার হুমাইপুর ও গাজীরচর ইউনিয়নের ৬৪জন কৃষককে ব্রি ধান-২৮, ব্রি ধান-২৯, বিভিন্ন শাক-সবজি ও রবি শষ্য সম্পর্কে আলোকপাত করা হয়। প্রশিক্ষক ও কৃষি মনিটরিং কর্মকর্তা কুতুবউদ্দিন কৃষকদের বলেন, বর্তমান সরকার কৃষি খাতে বিভিন্ন পর্যায়ে ৭০% ভর্তুকি দিয়ে আসছে। এবং আপনারা সরকারী সহায়তায় বাবদ ৩০% নিজস্ব ভাবে দায়িত্ব পালন করেন। এ সময় বক্তব্য রাখেন কৃষি সম্পাসরন কর্মকর্তা ছাব্বির আহেম্মদ, মোঃ মোস্তাফিজুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ হাদিকুল ইসলাম প্রমূখ।