শেরপুরের ঝিনাইগাতীতে রোপা আমনের চারা নিশ্চিত করতে ৪ একর জমিতে আপদকালীন কমিউনিটি বীজতলা করেছে কৃষি বিভাগ।
সংশ্লিষ্ট কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি রোপা আমন মৌসুমে উপজেলার ১৫ হাজার ৭১০ হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর এ পরিমাণ জমির জন্যে কৃষক পর্যায়ে ১ হাজার ২৫৫ হেক্টর জমিতে বীজতলা করা হয়। কিন্তু গত জুলাই মাসে টানা সাত দিনের অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় ১১৩ হেক্টর জমির রোপা আমন ধানের বীজতলা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে কৃষি বিভাগের পরার্মশে কৃষকেরা দ্রুত সময়ের মধ্যে আবারও নতুন করে বীজতলা তৈরী করতে সক্ষম হয়েছেন। এরপরও যাতে চারা সংকটের কারণে কোন কৃষকের জমি অনাবাদি না থাকে সেজন্যে প্রতাবনগর গ্রামে ৪একর জমিতে আপদকালীন কমিউনিটি বীজতলা করেছে কৃষি বিভাগ।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, এবারের বন্যায় উপজেলার ১১৩ হেক্টর রোপা আমন ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা কৃষি বিভাগের পরার্মশে নতুন করে বীজতলা করেছেন। পাশাপাশি আমরাও কৃষকের জমি ভাড়া নিয়ে কৃষি বিভাগের খরচে ৪ একর জমিতে আপদকালীন কমিউনিটি বীজতলা করেছি।