সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকার রমনা থানার ওয়ারেন্টভুক্ত আসামি শাহরিয়ার ইমন (৪০) কে গ্রেফতার করেছে। সে উপজেলার কাউরিয়া গ্রামের পাঞ্জাব আলীর ছেলে। কলারোয়া থানার কর্মকর্তা ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াসের নেতৃত্বে এএসআই মোঃ মফিজুর রহমান সংগীয় ফোর্সের সহায়তায় আসামি মোঃ শাহরিয়ার হোসেন ইমনকে মঙ্গলবার ভোররাতে তার বাড়ী থেকে গ্রেফতার করেন। থানার কর্মকর্তা ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানান-ইমনের বিরুদ্ধে ঢাকার রমনা থানায় ৬৯/০৯ নং মামলায় ওয়ারেন্ট থাকায় পুলিশ তাকে গ্রেফতার করে। সকালে তাকে সাতক্ষীরা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।