বাগেরহাটের শরণখোলায় উপজেলা ভাইস-চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজের বিরুদ্ধে জোড়পূর্বক একটি মুক্তিযোদ্ধা পরিবারের জমিদখল, চাঁদাদাবী, পারিবারিক গোডাউনের মালামাল লুট ও প্রাননাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগকারী উপজেলা সদর রায়েন্দা পাঁচ রাস্তার মোড় এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা মো সুলতান হোসেন গত ১৯ আগস্ট সোমবার বিকেলে শরণখোলা থানায় লিখিত অভিযোগ করে জানান, ভাইস- চেয়ারময়ান হাসানুজ্জামান পারভেজ দীর্ঘদিন ধরে তার কাছে মোটা অংকের চাঁদা দাবী করে আসছে। চাঁদা দিতে ব্যর্থ হলে তার জমি দখল ও সম্পত্তি লুট এমনকি জীবন নাশ করা হবে বলে হুমকি দেয়। সুলতান হোসেন জানান, তিনি গত ১৮ আগস্ট ( ২০১৯) সোমবার চিকিৎসা জনিত কারণে স্বপরিবারে ঢাকায় গেলে এদিন রাত ১১ টার দিকে তার পাঁচ রাস্তার মোড়ের বাসায় ভাইস-চেয়ারম্যানের নেতৃত্বে তার বাসার তিনটি গোডাউন ঘরে থাকা গ্রীল,টিন,ডায়নিং টেবিল, সাটার,টেলিভিশন,ওয়াশিং মেশিন, ডেকোরেটরের মালামাল সহ কয়েক লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। লুটপাটে অংশ নেয় তার সন্ত্রাসী বাহিনীর সদস্য স্থানীয় রায়েন্দা এলাকার আবু বক্কর সিদ্দিক,আজমল হোসেন মিলন, কবির হোসেন, রুহুল আমীন সহ অনেকে। তারা এ সময় তারা ইটের ঘেড়া দিয়ে তার বাড়ি দখলের চেস্টা করে।
সুলতান হোসেন এসব অত্যাচার নির্যাতনের হাত থেকে বাঁচতে প্রশাসনের সহায়তা কামনা করছেন। জানতে চাইলে উপজেলা ভাইস-চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ বলেন,.........০১৭১৩৮৬৫৮০৫.. শরনখোলা থানা কর্মকর্তা ইনচার্জ দিলিপ কুমার সরকার জানান, এ-সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যাবস্থা গ্রহন করা হবে।