দরিদ্র ও অসহায় শিক্ষার্থী উন্নয়ন সংস্থা ‘ডপস’ এর আয়োজনে স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ আগষ্ট) বিকেলে জেলা শহরের খরমপুর মোড়স্থ ‘ডপস’ কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মো. রেজাউল করিম।
‘ডপস’ প্রতিষ্ঠাতা সেনা সদস্য মো. শাহিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ও কবি রফিক মজিদ, ডপস সভাপতি রবিউর ইসলাম, সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা, সাংবাদিক মাসুদ হাসান বাদল প্রমূখ। এ সময় ডপস সদস্য ও জেলার বিভিন্ন উপজেলার সেচ্ছাসেবী কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে ডপস এর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে কলেজ পর্যায় দরিদ্র ও অসহায় মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়।