ঝালকাঠিতে নিরাপত্তা চেয়ে একটি অসহায় পরিবার র্সবাদ সম্মেলন করেছে। মঙ্গলবার বিকেলে ঝালকাঠি বিএমএসএফ কার্যালয় নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেন শহরের ডাক্তার পট্ট্রির ১০ নম্বর হোল্ডিংয়ের সাজিদ ম্যানশনের বাসিন্দা নাজিয়া ইসলাম জিমি ও তার পরিবার। সংবাদ সম্মেলনে জিমি বলেন, দীর্ঘদিন যাবৎ আমরাা ডাক্তার পট্ট্রিতে আমাদের পারিবারিক সম্পত্তিতে বসবাস করে আসছি। ২০০৪ সালে তার পিতার মৃত্যুর পরে চাচাদের এই সম্পত্তির উপর নজর পরে। তাই তারা সব সময় এই সম্পত্তি থেকে আমাদের উচ্ছেদ করার পায়তারা চালায়।
আমাদের সম্পত্তি থেকে উচ্ছেদের জন্য গত ১১ আগস্ট রাত অনুমানিক সাড়ে ৯টার দিকে মাইনুল ইসলাম অপু তার বাবা হক খলিফা, কামরুল ইসলাম খোকন খলিফা (৪২), জহিরুল ইসলাম খলিফা (৫৭), মনিরুল ইসলাম রূপম (৪৩), আরিফুল ইসলাম পিয়াস (২৮), খুকু বেগম (৪৯), লাকি বেগম (৩২)সহ আরো অজ্ঞাত ১০/১২ জন অস্ত্রধারী সন্ত্রাসী আমাদের উপর অতর্কিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে। তারা আমাদের ৬টি দোকানঘর দখল ও লুটের চেষ্টা চালায়। দোকান ও মালামাল রক্ষার্থে চেষ্টা চালালে আমাদের মারধর করে গুরুতর আহত করে। এ ঘটনায় আমি, আমার ছোট ভাই সাজিদ ও আমার স্বামী সাইদুর রহমান সজিব আহত হয়। স্থানীয়রা আমাদের আহতবস্থায় উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে ৩দিন চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ্য হয়ে বাসায় ফিরি। আমার স্বামী জনাব সাইদুর রহমান সজিব ও আমার নাবালক ছোট ভাই নাজমুল ইসলাম সাজিদকে নিয়ে দারিয়ে ছিলাম। হটাৎ
এ ব্যাপারে গত ১৯ আগস্ট সোমবার দুপুরে পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ দিলে সদর থানার ওসিকে পিুলিশ সুপার ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লিখিত একটি এজাহার সদর থানার ওসির কাছে দাখিল করি।
জিমি সাংবাদিকদের বলেন, আমরা থানায় অভিযোগ দেয়ার পরে তারা আরো ক্ষিপ্ত হয়েছে। আমাদের বিভিন্ন ভাবে হুমকি ধমকি দেয়া হচ্ছে। এ অবস্থায় আমরা নিরাপত্তাহীনতায় ভূগছি।