বরগুনায় বেড়েই চলছে ডেঙ্গুর প্রকোপ ইতোমধ্যে ১৬৮জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। বরগুনা পৌর-নাগরিকদের মনে এখন একটাই প্রশ্ন মশা নিধনের পর্যাপ্ত ওষুধ ছিটাবে কে।
পৌর শহরের কোন কোন এলাকায় এ পর্যন্ত পৌরসভা কর্তৃক প্রথম বারের মত মাত্র ১দিন মশা নিধনের ওষুধ প্রয়োগ করা হয়েছে। হঠাৎ করে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার পরেও পর্যাপ্ত ওষুধ প্রয়োগ না করায় পৌর নাগরিকদের মনে চাপা ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে এবং মশা নিধনের পর্যাপ্ত ওষুধ ছিটাবে কে পৌর-নাগরিকদের মনে এমন প্রশ্ন।
অপরদিকে বরগুনা সদরের গৌরিচন্না লাকুরতলা গ্রামের তাওহীদ নামের এক শিশু ,পরীরখাল গ্রামের আমেনা ও বরগুনা রাইফেলস ক্লাবের সাধারণ সম্পাদক চরকলোনী এলাকার মজিবুর রহমান মোল্লা ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু আতঙ্ক বাড়ছে।
বরগুনা পৌরসভার কনজারভেন্সী ইনেসপেক্টর সঞ্জিব এর কাছে মুঠোফোনে গত ৫/৬ বছরে পৌরসভা কর্তৃক মশা নিধনের ওষুধ কেন ছিটানো হয়নি এ বিষয় জানতে চাইলে তিনি জানান, আমাদের ২টি স্প্রে মেশিন একটি জেল খানায় দেয়া হয়। অপর মেশিনটি নষ্ট থাকায় মশা নিধনের ওষুধ ছিটানো হয়নি এবং ঔষধও ছিল না।বর্তমানে ওষুধ আসছে ছিটানো হচ্ছে।
বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে এ পর্যন্ত ১৬৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত করেন। এদের মধ্যে পুরুষ ১০২ ও মহিলা ৫২ ও শিশু ১৪ জন। এর মধ্য থেকে অন্তত ২৩ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেলে রেফার করা হয়েছে। অধিকাংশই রোগীই ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে সম্প্রতি ঢাকা থেকে ফিরেছেন।
বরগুনা জেনারেল হাসপাতাল সূত্রে জানাগেছে, গত ৮ জুন থেকে জ¦রে আক্রান্ত রোগীরা বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসতে শুরু করে। এদের পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতালের চিকিৎসকরা তাদের ডেঙ্গু জ¦রে আক্রান্ত হওয়া বিষয়টি নিশ্চিত করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে বরগুনা আন্ধার মানিক ফাতিমা(১০)লাকুরতলা গ্রামের মোহসেনা-(১২) ডেঙ্গু জ¦র নিয়ে হাসপাতালে ভর্তি আছে। ডেঙ্গু জ¦রে আক্রান্ত বাওয়ালকর গ্রামের নুসরাত (২) সুস্থ্য হওয়ায় তাকে শনিবার দুপুরে ছাড় পত্র দিয়েছে হাসপাতালের চিকিৎসক।
তবে পৌর নাগরিক ডা. গোলাম কবির, এ প্রতিবেদকে জানান ,পৌরসভা থেকে যে ওষুধ দেয়া হচ্ছে তা পর্যাপ্ত নয়, কোন রকম অর্ধেকে দিয়ে চলে গেছে আর আসেনি, তিনি আরও বলেন বর্তমান মেয়রের দু টার্মে এর পূর্বে কোনদিন মশার ওষুধ দিতে আমার চোখে পড়েনি।
শহরে চা বিক্রেতা জেসমিন বেগম জানান, বর্তমানে মশার ওষুধ দিয়েছে এর আগে কোন দিন মশার ওষুধ দিতে দেখি নাই।
মশা নিধন বিষয় বরগুনা পৌর মেয়র শাহাদাত হোসেন বলেন, ১৬ দিন যাবত ওষুধ ছিটাচ্ছি। ওষুধ প্রেয়োগ কার্যক্রম চলমান আছে। আমরা জেলা প্রশাসনের সাথে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান করেছি।পবিত্র ঈদুল-আযাহা উপলক্ষ্যে পৌরসভার সকল কর্মকর্ত্ াকর্মচারীর ছুটি বাতিল করেছি। এদ্বারা বিভিন্ন জলাশয় বাসা বাড়ির আঙ্গিনায় ও ড্রেনে মশা নিধনের ওষুধ প্রেয়োগ করছি আশা করি ডেঙ্গু জ¦র থেকে বরগুনার মানুষ মুক্তি পাবে।
বরগুনা জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. সোহরাফ হোসেন বলেন, বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা ৮৬ জনকে আমরা ডেঙ্গু জ¦রে আক্রান্ত হিসেবে শনাক্ত করেছি। এদের মধ্যে প্রথমে ৮জন ডেঙ্গু জ¦রে আক্রাš হয়ে সম্প্রতি ঢাকা থেকে বরগুনা ফেরায় পরে স্থানীয় ভাবে সংক্রমিত হচ্ছে। তাদেরকে আমরা চিকিৎসা দিচ্ছি। যাদের অবস্থা গুরুত্বর দেখি তাদের বরিশাল হাসপাতালে রেফার করা হয়।তবে হাসপাতালে চিকিৎসক সংকট আছে স্বীকার করে ডেঙ্গু জ¦রের পর্যাপ্ত চিকিৎসা সরাণঞ্জাম আছে বলে দাবী করেন।