পটুয়াখালীর দুমকিতে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট হারুন অর রশিদ হাওলাদার। পরে মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা পরিষদের অডিটরিয়ামে ইউএনও শংকর কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আবুল কালাম আজাদ,দুমকি থানার (ওসি) মনিরুজ্জামান, দুমকি প্রেস ক্লাবের সভাপতি এইচ এম আনোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার গোস্বামী প্রমুখ।