মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গতকাল মঙ্গলবার বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা সদরের কিসলু জোমাদ্দারের বসত ঘরে অভিযান চালিয়ে ৬শ ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী তরিকুল ইসলাম তরুণ (২৩) কে আটক করে। তরিকুল ইসলাম তরুণ নিজ ভান্ডারিয়ার মহল্লার কিসলু জোমাদ্দারের ছেলে। পিরোজপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক আহসান হাবীব এ অভিযানের নেতৃত্ব দেন। ভান্ডারিয়া থানার ওসি তদন্ত মো. তারিকুল ইসলাম জানান এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।