রাজশাহীর বাঘায় ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মহদিপুর মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-বাঘা উপজেলা মহদিপুর গ্রামের রুস্তম আলীর ছেলে মাইনুল ইসলাম জনি (২৬) ও পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষিকন্ডু গ্রামের সাখাওয়াত ফকিরের ছেলে আশরাফুল ইসলাম (৩২)।
বাঘা থানার কর্মকর্তা ইনর্চাজ (ওসি) নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের বিক্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের নামে আদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতের মাদ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বাঘায় জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় রাজশাহীর আয়োজনে উপজেলা অফিস কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
বাঘা উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড কর্মকর্তা ইসমাইল হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাঘা ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা শামসুজ্জামান, আবদুর রাজ্জাক, আসাদুজ্জামান প্রমুখ।