বগুড়ার নন্দীগ্রামে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার দুপুর ১২ টায় পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: শারমিন আখতারের সভাপতিত্বে বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৪ আসনের বিএনপির সাংসদ সদস্য আলহাজ¦ মোশারফ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মুহা: মশিদুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, মেয়র কামরুল হাসান জুয়েল, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, শ্রাবণী আখতার বানু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক আনিছুর রহমান, ইউপি চেয়ারম্যান প্রভাষক আবদুল বারী, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মাহমুদ আশরাফ মামুন প্রমূখ।
এরপূর্বে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার ফিতা কেটে উদ্বোধন করেন, আলহাজ¦ মোশারফ হোসেন এমপি। পরে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন ও বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন।