বাসযোগ্য পৃথিবীতে সকল শিশুর অস্তিত্ব টেকসই উন্নয়ন অভীষ্ট স্থানীয়করণে হবে সুরক্ষিত এ প্রতিপাদ্যকে সামনে রেখে মুক্তাগাছা উপজেলার বাঁশাটি ইউনিয়ন পরিষদের আয়োজনে মুক্তাগাছা এপি ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের সহযোগিতায় টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) স্থানীয়করণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান খান মঞ্জুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুক্তাগাছা এপি ম্যানেজার ন¤্রতা হাউই, ওয়ার্ল্ডভিশন চাইল্ড প্রোটেকশন কর্মকর্তা তিতুস হাচ্ছা, প্রোগ্রাম কর্মকর্তা রাশেদুল আলম, সমাজসেবক আমিনুল ইসলাম আজাদ, ইউপি সদস্য হবিবুর রহমান হবি, চান মিয়া, সাইদুল ইসলাম, শরীফুল ইসলাম, আবুল হোসেন, আবদুল কাদের, হাসিনা খাতুন, আর্জু আক্তার, মিনারা খাতুন, সমাজসেবক সাইদুল ইসলাম সাইদ, ইউপি সচিব দেলোয়ার হোসেন, শিশু ফোরামের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, সাধারণ সম্পাদক ছোঁয়া রাণী বিশ্বাস প্রমূখ।
সভায় গ্রাম উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, ধর্মীয় নেতা, ব্যবসায়ী, শিশু ফোরামের সদস্য ও বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে টেকসই উন্নয়ন অভীষ্ট স্থানীয়করণে প্রশাসন ও ওয়ার্ল্ডভিশনের ভূমিকা, কমিটি কর্তৃক কর্ম-পরিকল্পনা তৈরী ও বাস্তবায়ন সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।