নেত্রকোনার কলমাকান্দায় যৌতুকের দাবিতে মোছাঃ তানজিলা আক্তার (২২) নামে এক গৃহবধূকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিতা গৃহবধূ কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গত বৃহস্পতিবার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের বারমারা ওরফে ভাদাইমার বাজার নামক গ্রামে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও ভুক্তভোগী পারিবারিক সুত্রে জানা যায়, নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের বারমারা ওরফে ভাদাইমার বাজার নামক গ্রামের মো. আতাব মিয়া'র ছেলে মো. সালাম মিয়া'র সঙ্গে (২৫) একই ইউনিয়নের বাহাদুরকান্দা গ্রামের মৃত মো. ফিরোজ মড়লের মেয়ে মোছাঃ তানজিলা আক্তারের (২২) বিয়ে উভয় পরিবারের সম্মতিতে গত (২২ আগস্ট ১৬ ইং) তিন বছর আগে হয়। বর্তমানে তাদের সংসারে সামিয়া ২ বছরের একটি কন্যাসন্তান রয়েছে। তবে বিয়ের পর থেকে যৌতুকের জন্য প্রায়ই সময় স্বামী মানসিক নির্যাতন করতো তানজিলাকে। গত বৃহস্পতিবার (১৫ আগস্ট ) ৫০ হাজার টাকা যৌতুক এনে দেওয়ার দাবি করলে এতে অস্বীকৃতি জানান তানজিলা। পরে তার স্বামী সালাম শারীরিকভাবে অমানবিক নির্যাতন করে ঘরে আটকে রাখেন। দু'দিন পরে কৌশলে সালাম তানজিলা'র বাড়ীতে খবর পাঠান। খবর পেয়ে সহোদর ভাই কাঞ্চন মোড়লসহ লোকজন ওই বাড়ী থেকে নির্যাতিত গৃহবধূকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সে বর্তমানে হাসপাতালের বিছনায় শুয়ে কাতরাচ্ছেন।
কলমাকান্দা থানার ওসি (তদন্ত) মো. সিরাজুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, ওই ঘটনায় নির্যাতিত ওই গৃহবধূ নিজেই বাদি হয়ে তার স্বামী সালামকে একমাত্র আসামি করে গতকাল মঙ্গলবার কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন (১৯(৮) ১৯ ইং। আসামিকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।