"গাছ লাগাই পরিবেশ বাঁচাই" এই স্লোগানকে সামনে রেখে প্রথম বারের মতো অভিযাত্রিক ব্লাড ব্যাংক মুন্সীগঞ্জ শাখার উদ্যোগে "বৃক্ষরোপণ কর্মসূচি ২০১৯" পালন করেছে। গতকাল মঙ্গলবার সকালে সিরাজদিখানের মালখানগর উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মহিউদ্দিন আহমেদ। সংগঠনের সভাপতি মুরাদ হাসান শাওনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদ হাসান কায়েসের পরিচালনায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,মালখানগর কলেজের অধ্যক্ষ সফিউদ্দিন হাওলাদার, উপাধ্যক্ষ হাবিবুর রহমান, মালখানগর স্কুলের প্রধান শিক্ষক মনজুরুল আলম এবং সহ প্রধান শিক্ষক ফরিদ মিয়া। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন অভিযাত্রিক ব্লাড ব্যাংকের সদস্য, আজিম, মৃদুল, শাকিল, রানা, উচ্ছাস, তানভীর, দীপ্ত, আক্তার প্রমুখ।
উল্লেখ্য, কর্মসূচিতে শতাধিক গাছ রোপন করেছে সংগঠনটি। মালখানগর কলেজ এবং স্কুলে গাছ রোপনের পাশাপাশি সিরাজদিখান উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাস্তায় বৃক্ষ রোপণ করে সংগঠনের সদস্যবৃন্দ। অভিযাত্রিক ব্লাড ব্যাংক মুন্সীগঞ্জ রক্তদানের পাশাপাশি বিভিন্ন মানবসেবা মূলক কর্মসূচি পালন করে আসছে দীঘদিন যাবত।