কুড়িগ্রামে চিলমারীতে পুটিমারী কাজল ডাঙ্গা এলাকায় কাচুয়ানী (৫২) এর বাড়ি ঘর না থাকায় বাধেঁর রাস্তার অন্যের ঘরে বসবাস করে আসছে। ৩৪ বছর পূর্বে পাশর্^বর্তী এলাকার দিন মজুর মোস্তফার সাথে তার বিবাহ হয়। একটি মেয়ে ও একটি ছেলে সন্তানের জন্মের পর কাচুয়ানী ও সন্তানদেরকে ফেলে মোস্তফা উধাও হয়ে যায়। কাচুয়ানী নিরুপায় হয়ে বড় ভিটা এলাকায় তার বাবার বাড়িতে আশ্রয় নেয়। বাবার বাড়ি ব্রহ্মপুত্র নদীর ভাঙ্গনে বিলীন হয়ে যায়। এর কিছু দিন পর কাচুয়ানীর বাবা-মা উভয়েই মারা গেলে তিনি আরও অসহায় হয়ে পড়েন। ফলে কাচুয়ানী পুটিমারী কাজল ডাঙ্গা ফকিরের ভিটা এলাকায় বাধেঁর রাস্তার অন্যের ঘরে আশ্রয় গ্রহন করে বিভিন্ন বাড়িতে ঝি এর কাজ করে দুই সন্তান কে নিয়ে অতিকষ্টে দিনাতিপাত করছেন। এরইমধ্যে মেয়ে মোসলেমা বিয়ের উপযুক্ত হলে অন্যের কাছে হাতপেতে মেয়েকে পাশ^বর্তী এলাকায় বিয়ে দেয়। যৌতুকের ৩০ হাজার টাকা পরিশোধ করতে না পারায় মেয়ের যামাই মেয়েকে ফেলে উধাও হয়ে যায়। মেয়ে নিরুপায় হয়ে আবারও মায়ের কাছে চলে আসে। ছেলেটি বাড়ির পাশের্^ পাত্রখাতা ফেইচকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। মা অন্যের বাড়িতে ঝি এর কাজ যা পায় তা বাড়িতে নিয়ে এসে বিধবা কন্যা ও ছেলেকে নিয়ে ভাগাভাগি করে খেয়ে অতিকষ্টে দিনাতিপাত করছেন। গত মঙ্গলবার সকালে সরেজমিনে গেলে কাচুয়ানী জানান, দু’ সন্তানের জন্মের পর স্বামী মোস্তফা ফেলে চলে যায়। বাবার বাড়িতে ছেলে মেয়েকে নিয়ে আশ্রয় গ্রহণ করে। ব্রহ্মপুত্রের ভাঙ্গনে বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়ে বাবা স্বহায় সম্বলহীন হয়ে পড়ে। এর কিছুদিন পর বাবা-মা মারা গেলে তিনি আরও বেশী অসহায় হয়ে পড়েন। বিভিন্ন লোকের বাড়িতে কোন রকমে ডেরা তুলে বসবাস করতে থাকে। এরইমধ্যে দশবার নদী ভাঙ্গনের শিকার হয়ে বর্তমানে পুটিমারী কাঁজলডাঙ্গা এলাকায় বাঁধের রাস্তায় রফিউল মিয়ার ঘরে আশ্রয় নিয়ে বসবাস করছে। মালিক ঘর ছাড়ার জন্য বার বার বলছে। তিনি আরও জানান সম্প্রতি বন্যায় ইউপি সদস্য ফয়জার রহমান তাকে দু’ দফায় ২৫ কেজি চাল দেয়। থানাহাট ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক মিলনের নিকট একটি ঘরের জন্য আবেদন করলে চেয়ারম্যান দুই শতাংশ জমির ব্যবস্থা করতে বলেন। জমির ব্যবস্থা করতে না পারায় চেয়ারম্যানের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। কাচুয়ানী প্রধান মন্ত্রীর নিকট একটি ঘরের জন্য আবেদন জানিয়েছেন।