কালিগঞ্জে গণমাধ্যম কর্মী, পুলিশ সদস্য ও গ্রাম পুলিশদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা জেলার নবাগত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)। সোমবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪ টায় কালিগঞ্জ থানা চত্ত্বরে কর্মকর্তা ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, ১৯৭১ সালে আমরা স্বাধীনতা অর্জন করেছি। অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। এখন উন্নয়ন ও সুশাসন পাওয়ার সময় এসেছে। সমাজ থেকে জঙ্গী, মাদক, সন্ত্রাস ও দুর্বৃত্তদের বিতাড়িত করতে হবে। এরা সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। সুন্দর সমাজ গড়তে হলে আমাদের সচেতন হতে হবে। বিভিন্ন ক্ষেত্রে নেতিবাচক সংবাদ প্রকাশের পাশাপাশি ইতিবাচক দিকগুলো তুলে ধরে সংশ্লিষ্টদের অনুপ্রেরণা প্রদানের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সেবার মানসিকতা নিয়ে আমি চাকুরি করছি। আমি যদি ভাল কাজ করি তাহলে সাতক্ষীরা থেকে চলে যাওয়ার পরও জনগণ আমাকে মূল্যায়ণ করবে। আর যদি খারাপ কাজ করি তাহলে সমালোচনা করবে এটাই স্বাভাবিক। পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সর্বাত্মক ভূমিকা পালনের পাশাপাশি সকল অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকবেন বলে দৃঢ় প্রত্যায় ব্যক্ত করেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহমাদউল্যাহ বাচ্ছু প্রমুখ। এ সময় উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিক, পুলিশ সদস্য এবং গ্রামপুলিশ ও দফাদারগণ উপস্থিত ছিলেন।