কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, কালিগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যাপক ও রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ তমিজ উদ্দীন আহম্মেদের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে কালিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে কোরআন তেলাওয়াত, কবর জিয়ারত, স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার বেলা সাড়ে ১১ টায় প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান। সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, বিশিষ্ট কবি ও সাহিত্যিক মনজুর লুৎফর রহমান, প্রেসক্লাবের উপদেষ্টা সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ মোড়ল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও প্রেসক্লাবের সিনয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, হাজী তফিল উদ্দীন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রমিজ উদ্দীন, সোহরওয়ার্দী পার্ক কমিটির সদস্যসচিব এড. জাফরুল্যাহ ইব্রাহিম, অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা এসএম মমতাজ হোসেন মন্টু প্রমুখ। আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কোষাধ্যক্ষ কাজী মোজাহিদুল ইসলাম তরুণ, সদস্য প্রভাষক মনিরুজ্জামান মহাসীন, সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল্যাহ হাসান প্রমুখ। বক্তারা তমিজ উদ্দীন আহম্মেদ বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণের সাথে জড়িত ছিলেন। তিনি ছিলেন কালিগঞ্জ ও পাশর্^বর্তী এলাকার সাংবাদিকদের অন্যতম দিকপাল। চাকুরি থেকে অবসর নেয়ার পরও তমিজ উদ্দীন আহম্মেদ সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। সবার কাছে বাংলা স্যার হিসেবে খ্যাত অত্যন্ত সদালাপী, হাস্যজ্জ্বল ব্যক্তি তমিজ উদ্দীন আহম্মেদের রূহের মাগফিরাত কামনা করেন তারা। মিলাদ, দোয়ানুষ্ঠান ও মোনাজাত পরিচালনা করেন মৌতলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মহাসীন আলী। অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্য, বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ জনপ্রতিনিধি, সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।