একদিনের বৃষ্টিতে তালা উপজেলার অধিকাংশ বিলের বীজতলা পানিতে ডুবে কৃষকের অনেক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। সরেজমিনে দেখা গেছে তালা উপজেলার বিভিন্ন বিলের পানি দ্রুত নিষ্কাষনের অভাবে আমন বীজতলা অনেক মৎস্য ঘের ডুবে গেছে। তালা উপজেলার সরুলিয়া খেয়াঘাট হতে তেয়াশিয়া খালের শাকদহ, বড়বিলা,তৈলকুপি, যুগিপুকুরিয়ার বিভিন্ন পয়েন্টে নেট পাটা দেওয়ার কারণে পানি প্রবাহ বাধাগ্রস্থ হচ্ছে। এ ছাড়া চোমরখালি বিলের বভিন্ন খালেও নেটপাটা দিয়ে মৎস্য আহরণ করা হচ্ছে। এ সকল খাল দিয়ে নগরঘাটা মিঠাবাড়ী ,সরুলিয়া,পাটকেলঘাটা,বড়বিলা, শাকদহ,তৈলকুপি,যুগিপুকুরিয়া ,জুজখোলা,ভারসা, আমতলাডাঙ্গা,চোমরখালী সহ কয়েক গ্রামের পানি প্রবাহিত হয়। প্রতি বছর বর্ষা মৌসুমে এক শ্রেনির ব্যক্তিরা খালে পানি প্রবাহের পথে নেট পাটা দিয়ে মৎস্য আহরণ করে। যে কারণে অল্প বৃষ্টিতে ইউনিয়নের নিচু বিলের কৃষকের আমন বীজতলা,শাকসবজির ক্ষেত পানিতে ডুবে গেছে। তালা উপজেলার সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান জানান ইতোমধ্যে বিভিন্ন এলাকায় গ্রামপুলিশ পাঠিয়ে ও মাইকিং করে নেটপাটা অপসারনে সকলকে সচেতন করা হয়েছে। জলাবদ্ধতা নিরসনে সরকারী খালগুলো যদি উন্মুক্ত রাখা যায় তাহলে পানি দ্রুত নিষ্কাষন সম্ভব। তিনি এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেছেন।