বগুড়ায় প্রকাশ্য দিনের বেলায় আতিকুর রহমান আতিক (২৫)নামের এক যুবক মুখচেনা সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হয়ে এখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে।ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে শহরের চারমাথা গোদারপাড়া এলাকায়।
আহত আতিক গোদারপাড়া দক্ষিনপাড়া এলাকার গোলাম রসুলের ছেলে।
পুলিশ জানায় সোমবার বেলা ১টার দিকে এলাকার কুখ্যাত সন্ত্রাসী হিসাবে পরিচিত ব্রাজিল নামের এক সশস্ত্র যুবক তার সাঙ্গপাঙ্গ নিয়ে প্রকাশ্য গোদারপাড়া বাজার এলাকায় আতিকের গতীরোধ করে তাকে উপুর্যুপরিভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মুমূুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা আশংকাজনক।
এদিকে ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিশ্চিত করে উপশহর ফাঁড়ী পুলিশের এসআই গফুর জানান, পূর্ব শক্রতার জের নিয়ে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে থাকতে পারে।