ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা গ্রামের মেয়ে আয়শা খাতুন মিম হত্যার ৫ দিন অতিবাহিত হলেও হত্যাকান্ডের মুল নায়ক ও তার স্বামী রঘুনাথপুর গ্রামের আবুল হাশেমের পুত্র এখলাস উদ্দিন সহতার সহযোগিদের এখন গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে কালীগঞ্জ থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মীরা নিহত তরুনি মিমের স্বামী এখলাস সহ অন্ন্যাদের গ্রেফতার হাডলাইনে চালিয়ে যাচ্ছে বলে পুলিশ জানায়।
কালীগঞ্জ থানা পুলিশ জানায়, নিহত তরুনি মিম (১৮)এর সাথে ৩ মাস আগে প্রেমজ সম্পর্কে রঘুনাথপুর গ্রামের ঘাতক এখলাসের বিয়ে হলে ও ছেলের পরিবার ঐ বিয়ে মেনে না নেওয়ায় মিম কাষ্টভাঙ্গা গ্রামের তার দিন মজুর পিতা ইদ্রিস আলীর বাড়িতেই থাকতো। গত ১৫ আগস্ট ঘাতক এখলাস কাষ্টভাঙ্গা গ্রামে গিয়ে মোবাইল ফোনের মাধ্যমে তার স্ত্রী আয়শা খাতুন মিম কে ঢাকায় নিয়ে যাবার কথা বলে ডেকে নিয়ে যায়। এরপর মিম নিখোজ ছিল। পরদিন ১৬ আগস্ট দুপুরে কাষ্টভাঙ্গা গ্রামের জনৈক্য শফি উদ্দিনের লিচু বাগান থেকে মিমের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে। শনিবার মৃত্যুদেহটি ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠায়।ঐ দিন ময়না তদন্ত শেষে পুলিশ মিমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করলে বিকালা তার জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্তানে দাফন সম্পন্ন করা হয়।
নিহত মিমের মা আনজু আরা বেগম জানায়, রোববার রাতে মিমের স্বামী এখলাম উদ্দিন সহ ৫ জনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং ১৬ তারিখ ১৬/৮/১৯। আসামীদের মধ্যে নিহতের স্বামীর বন্ধু রঘুনাথপুর গ্রামের আবদুল আজিজের পুত্র মোহাম্মদ দিপু, সাতমাইল বারিনগর এলাকার ২ জন এবং যশোর শহরের ১ জন রয়েছে। তরে কালীগঞ্জ থানা পুলিশ হত্যার মোটিভ উদঘাটন এবং আসামীদের গ্রেফতারের স্বার্থে এজাহারভুক্তদের নাম ঠিকানা জানাতে অপারগতা প্রকাশ করেছেন। মামলার তদন্তকারি কর্মকর্তা কালগিঞ্জ থানার ওসি(তদন্ত) মতলেবুর রহমান জানায়, ঝিনাইদহ পুলিশ সুপর সহ কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুস আলীর নির্দেশে কালীগঞ্জ পুলিশ সহ বিভাগীয় গোয়েন্দা সংস্থার কর্মীরা এজাহারভুক্ত আসামীসহ সন্ধেহভাজন অঙ্গাত আসামীদের গ্রেফতার করতে দিনরাত অভিজান চালিয়ে যাচ্ছে। পুলিশের ধারনা করছে খুব শিঘ্রই নিহত গৃহবধু মিমের স্বামী এখলাস উদ্দিনসহ অন্যান্নদের গ্রেফতার করতে সক্ষম হবে।
একটি নির্ভর সুত্র জানায় নিহত মিমের স্বামী গত ১৫ আগস্ট স্ত্রীকে তার পিতৃগ্রীহ থকে মোবাইল ফোনে ডেকে এন দিনভর সাতমাইল ও চুড়ামনকাটি এলাকায় ঘুরে বেড়ায় এবং ঐ দিন রাত ৯ টার দিকে পূর্ব পরিকল্পনা মোতাবেক তার অন্য ৪ জন সহযোগিসহ মিম কে সাথে নিয়ে কাষ্টভাঙ্গা গ্রামের শফিউদ্দিনের লিচু বাগানে যায়। মিমের হাত,মুখ চেপে ধোরে জবাই করে হত্যা করে। গ্রামবাসির ধারনা মিম কে হত্যার আগে তাকে শারিরিক ভাবে নির্যাতন করতে পারে।