কুড়িগ্রামের নাগেশ্বরীতে জনসম্মুখে সরকারিভাবে ধান ক্রয়ের লটারি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১টি পৌরসভা এবং ১৪টি ইউনিয়নের প্রকৃত কৃষকদের কাছ থেকে কৃষি ভর্তুকীর কার্ড জমা নেয় কৃষি অফিস। পরে সরকার নির্ধারিত মূল্যে সরকারি খাদ্য গোডাউনে ধান ক্রয়ের জন্য এ লটারি ১৯ আগস্ট সোমবার উপজেলা প্রশাসন হলরুমে এ লটারী অনুষ্ঠিত হয়। এতে লটারির মাধ্যমে মোট ১ হাজার ৪৮ জন কৃষকের নাম নির্ধারণ করা হয়। এদের প্রতিজন কৃষক ১ টন করে ধান গোডাউনে বিক্রি করতে পারবেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, কর্মকর্তা ইনচার্জ মো. রওশন কবীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, ভাইস চেয়ারম্যান রুকনুজ্জামান শিমু, উপজেলা কৃষি কর্মকর্তা শামসুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অমূল্য কুমার সরকার প্রমুখ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, শিক্ষক, কৃষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।