মোল্লাহাটে সরকারী আদেশ ও জাতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন না করায় ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের শাস্তির দাবীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে আবেদন করেছে ক্ষুব্ধ এলাকাবাসী। ১৫ আগষ্ট-২০১৯ জাতির জনকের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন না করায় পূর্ব গাংনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজবাহ উদ্দিনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে গত রবিবার এ অভিযোগ করা হয়েছে। প্রেসক্লাব মোল্লাহাটে প্রাপ্ত ওই অভিযোগের অনুলিপি এবং তথ্যানুসন্ধানে জানাযায়-ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজবাহ উদ্দিন স্বাধীনতা বিরোধী চেতনার ব্যক্তি, তিনি কখনও মনেপ্রাণে জাতির জনক ও স্বাধীনতা মেনে নিতে চান না। তারই ধারাবাহিকতায় জাতির আকাক্সক্ষা ও সরকারের আদেশ অমান্য করে এবং শিক্ষার্থীদের সঠিক ইতিহাস থেকে দুরে/অন্ধকারে রাখতে প্রাতিষ্ঠানিকভাবে জাতীয় শোক দিবস পালন করা হয় নাই।
তথ্যানুসন্ধানকালে প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে সহকারী শিক্ষক নাজমুল ইসলাম বলেন-তারা কোন দোষ করে নাই, তবে এলাকাবাসীর চাপের কারণে ১৭ আগস্ট শনিবার তারা শোক দিবস পালন করতে চেয়েছিলেন, কিন্তু বিদ্যালয়ের দপ্তরী ওই দিন রাজী না থাকায় করা হয়নি। কথা প্রসঙ্গে ওই শিক্ষক আরো বলেন-তারা কেবল ১৫ আগস্ট বাদে অন্যান্য সকল জাতীয় দিবস পালন করেন। মোবাইল ফোনে প্রধান শিক্ষক মিজবাহ উদ্দিন বলেন-স্কুলের পক্ষ থেকে শোক দিবস পালন করা হয়নি। তবে, এলাকাবাসী আমাদের (ওই) স্কুল মাঠে কাঙ্গলী ভোজ করেছে। স্থানীয়রা আরো জানায়-প্রধান শিক্ষক মিজবাহ উদ্দিন ও সহকারী শিক্ষক নাজমুল ইসলামের ধৃষ্ঠতায় গত বছরও ওই বিদ্যালয়ে এ দিবস পালন হয়নি। এ বিষয়ে দপ্তরী ফারুক জানায়-সে চেয়েছিলো ১৫ তারিখে শোক দিবস পালন হোক। স্কুলেও আসছিলেন তিনি। ১৫ তারিখের শোক ১৭ তারিখে পালনের বিষয়ে বিনয়ের সাথে দ্বিমত পোষণের কথা স্বিকার করেছেন দপ্তরী ফারুক শেখ।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন জানান-তিনি নিজে তদন্ত করেছেন এবং অভিযোগের সত্যতা পেয়েছেন। সে মোতাবেক ওই শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও নিশ্চিত করেন তিনি।