ঈদুল আজহার সপ্তম দিন রবিবার ঢাকাগামী এমভি ইয়াদ ধারন ক্ষমতার চেয়ে চারগুন যাত্রী নিয়ে আমতলী লঞ্চঘাট থেকে ছেড়ে গেছে। লঞ্চের স্টাফরা লঞ্চের ৯০ ভাগ ডেকের যাত্রীর কাছে চাঁদর ও তোষক বিছিয়ে জায়গা বিক্রি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদ করলেই যাত্রীদের হয়রানীর স্বীকার হতে হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।
জানাগেছে, দক্ষিনাঞ্চলের যাত্রী সাধারনের দুর্ভোগ লাগবে আমতলীতে এমভি সুন্দরবন-৭, এমভি হাসান-হোসেন ও এমভি ইয়াদ নামের তিনখানা লঞ্চ সার্ভিস রয়েছে। এ লঞ্চগুলো ধারাবাহিত ভাবে আমতলী-ঢাকা নদী পথে চলে আসছে। ঈদুল আজহা সপ্তম দিন রবিবার এমভি ইয়াদ লঞ্চ ধারন ক্ষমতার চেয়ে চারগুন যাত্রী নিয়ে আমতলী লঞ্চঘাট ছেড়ে গেছে। এ লঞ্চের ধারন ক্ষমতা ৩৯৬ জন যাত্রী। আমতলী লঞ্চঘাট থেকে এক হাজারের অধিক যাত্রী নিয়ে দুপুর দুইটায় ছেড়ে গেছে। এ তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ’র সুলকো আদায়কারী বেলাল মিয়া। এ ছাড়া ওই লঞ্চে ডেকের ৯০ ভাগ যাত্রীদের লঞ্চের স্টাফদের চাঁদর ও তোষক বিছিয়ে রাখা জায়গা উচ্চমূল্যে কিনে বসতে হচ্ছে। এর প্রতিবাদ করতে লঞ্চ স্টাফ ও তাদের দালাল চক্র যাত্রীতে নির্যাতন করছে বলে অভিযোগ যাত্রীদের। প্রতিটি চাঁদও ও তোষক বিছানো জায়গা ২’শ টাকা থেকে ১ হাজার টাকায় কিনতে হচ্ছে। যাত্রীরা জানান, লঞ্চের স্টাফরা ডেকের সকল জায়গায় বিছানার চাদর ও তোষক বিছিয়ে রাখেন। চাদর ও তোষক বিছানো ছাড়া কোন জায়গা থাকে না। ওই বিছানায় বসলেই লঞ্চের লোকজন এসে উঠিয়ে দেয় বলে বিছানা বিক্রি করা হয়ে গেছে। উপায় না পেয়ে তাদের কাছ থেকে ২’শ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকায় জায়গা কিনতে হচ্ছে। তারা আরো জানান, এর প্রতিবাদ করতে গেলেই তারা লাঞ্চিত করতে আমাদের দিকে তেড়ে আসে এবং মারধর করতে উদ্যাত হয়।
রবিবার সরেজমিনে এমভি ইয়াদ লঞ্চ ঘুরে দেখাগেছে, ওই লঞ্চে তিল ধারনের কোন ঠাই নেই। লঞ্চের ছাঁদ ও ইঞ্জিনের ধোয়া বের হওয়ার স্থানসহ সকল জায়গায় যাত্রীরা আসন পেতে বসে আছেন। দুপুর ২ টার দিকে এক হাজারের বেশী যাত্রী নিয়ে লঞ্চটি আমতলী লঞ্চঘাট ছেড়ে চলে গেছে।
কলাপাড়া এলাকার মহাসিন মিয়া ও পটুয়াখালীর সুমন বলেন, খুব সকালে এসে দেখি লঞ্চের ডেকে বিছানার চাদর ও তোষক বিছানা। ওই চাঁদর ও তোষকে বসা মাত্রই নাম না বলে লঞ্চের স্টাফ পরিচয় দিয়ে টাকা চাচ্ছেন। আমরা এর প্রতিবাদ করলে তারা আমাদের দিকে তেড়ে আসেন। তারা আরো বলেন, লঞ্চের স্টাফ আনসার ও লঞ্চের দালালরা ২’শ টাকা থেকে শুরু করে এক হাজার টাকায় জায়গা বিক্রি করছে। লঞ্চের ৯০ ভাগ যাত্রীকে জায়গা কিনে বসতে হচ্ছে।
আমতলী পৌরসভার বৈঠাকাটা গ্রামের মিজানুর রহমান বলেন চার’শ টাকায় একটি তোষক কিনেছি বসেছি। তারপর জনপ্রতি সাড়ে তি’শ টাকা ভাড়াতো আছেই।
আমতলীর হলদিয়া গ্রামের সিদ্দিক মিয়া বলেন, দু’শ টাকা দিয়ে আমি বসার জায়গা কিনেছি।
যাত্রী মঞ্জু মিয়া, হারিবুর রহমান বলেন, সকাল নয়টায় লঞ্চে এসে দেখি যাত্রীতে ভরে গেছে। পরে তিন তলায় ছাদে কোন রকমের একটু জায়গা পেয়েছি তাতে বসে আছি। বৃষ্টি হলে কোথায় যাব ভেবে যাচ্ছি না।
কলাপাড়া উপজেলার ধানখালী গ্রামের ফিরোজা ও তালতলী উপজেলার হরিণবাড়িয়া গ্রামের আসমা বলেন, লঞ্চে তিল পরিমান জায়গা নেই। কোন উপায় না পেয়ে ছাদে বিছানা করে বসেছি।
এমভি ইয়াদ লঞ্চের সুপার ভাইজার মোঃ শামীম হোসেন লঞ্চে ধারন ক্ষমতার চেয়ে যাত্রী বেশী নেয়া ও ডেকের জায়গা বিক্রি করার কথা স্বীকার করে বলেন, লঞ্চের কোন স্টাফ বিছানার চাঁদর ও তোষক বিছিয়ে জায়গা বিক্রি করছে না। লঞ্চঘাটের কিছু লোক এ কাজটি করছে।
আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। লঞ্চের ডেকে চাঁদর ও তোষক বিছিয়ে জায়গা বিক্রি করার সাথে যারা জড়িত তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কমলেশ চন্দ্র মজুমদার বলেন, ডেকে চাঁদর অথবা তোষক বিছিয়ে জায়গা বিক্রি করার বিষয়টি আমি জানিনা। এমন কাজ হয়ে থাকলে লঞ্চে অভিযান চালিয়ে এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।