সাতক্ষীরার কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় নুর ইসলাম (৫৫) নামে এক গ্রাম পুলিশ গুরুত্বর আহত হয়েছে। সে কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের কাউরিয়া গ্রামের গরিমুল্লার ছেলে। তাকে আহত অবস্থায় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। রোববার (১৮ আগষ্ট) রাত ৮টার দিকে উপজেলার কাজিরহাটের যশোর-সাতক্ষীরা মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান-ঢাকা থেকে ছেড়ে আসার যশোর-ব-১১-০০৩৮ রোজিনা পরিবহন যাত্রী নিয়ে সাতক্ষীরার অভিমুখে আসছিলেন। পথিমধ্যে উপজেলার কাজিরহাট বাসষ্টান্ডে পৌছালে ওই সময় গ্রাম পুলিশ নুর ইসলাম সাইকেল নিয়ে রাস্তা পার হতে গিয়ে দূর্ঘটনায় শিকার হন। এ সময় পরিবহনের ধাক্কায় গ্রামপুলিশ গুরুত্বর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় জনতা পরিবহনটি আটক করে ভাংচুর করে। পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থান পরিদর্শন করেন এবং পরিবহনটি আটক করে নিয়ে আসেন। থানার কর্মকর্তা ইনচার্জ মুনীর-উল-গীয়াস জানান-তিনি খবর পেয়ে ঘটনা স্থানে যান। আহত গ্রাম পুলিশ নুর ইসলামের খোঁজ খোবর নেন। কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আবদুল হামিদ সরদার জানান-আহত নুর ইসলাম ৬নং ওয়ার্ডের মহাল্লাদার হিসাবে কর্মরত রয়েছেন। তার আহত হওয়ার খবর শুনে তিনি ছুটে ক্লিানিকে দেখতে যান। উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ভিপি মোরশেদ আলী জানান-ঘটনার সময় তিনি কাজিরহাট বাজারে বসে এলাকাবাসীর সাথে কথা বলছিলেন। খবর পেয়ে সাথে সাথে ঘটনা স্থানে গিয়ে আহত নুর ইসলামকে রাস্তা থেকে তুলে নিয়ে স্থানীয় জননী নার্সিং হোমে ভর্তি করেন।