সোনারগাঁয়ে এক মেয়ে ভাগ্য পরিবর্তনের আশায় সৌদি আরবে গৃহকর্মী হিসেবে গিয়ে পাশবিক যৌন নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। দরিদ্র পরিবারের এই মেয়ে সংসারের সকলের মুখে হাসি ফুটানোর আশায় আড়াই মাস পূর্বে সবাইকে ছেড়ে সৌদি আরবে পাড়ি জমায়। সে নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের সিংলাব গ্রামের নাহিদা (ছদ্মনাম)। স্বপ্নছিল গৃহকর্মীর কাজ করে নিজেকে স্বাবলম্বী করার। অভিযোগ উঠেছে, গৃহকর্মীর কাজে সৌদি আরবে পাড়ি জমানো নাহিদাকে প্রতিনিয়ত পাশবীক যৌন নির্যাতনের শিকার হচ্ছেন। বর্তমানে তার অবস্থা আশংকাজনক বলে জানাগেছে। মেয়েকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে তার পিতা সিরাজুল ইসলাম গত রোববার সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি লিখিত আবেদন করেছেন।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ের একটি সূত্রে জানায়, উপজেলার সাদীপুর ইউনিয়নের সিংলাব গ্রামের হতদরিদ্র পিতা সিরাজুল ইসলামের মেয়ে নাহিদা বাংলাদেশ সরকারের সব নিয়ম-কানুন মেনে গৃহকর্মীর কাজ করার জন্য বৈধ ভিসা নিয়ে চলতি বছরের ২ জুন সৌদি আরবের মদিনা যায়। সেখানে যাওয়ার আগে দেশে সে গৃহকর্মী কাজের প্রশিক্ষণ গ্রহণ করেন। তার পাসপোর্ট নম্বর-বি পি ০০১২৫০৪। ভিসা নম্বর-৬০৫৯৩৮১৬২৮ তারিখ ৩০.০৪.২০১৯ইং।
নাহিদার বাবা সিরাজুল ইসলামের অভিযোগ, দরিদ্র পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে অনেক আশা নিয়ে তার মেয়ে সুদূর সৌদি আরবে পাড়ি জমিয়েছিল। সেখানে একটি ধনী পরিবারে গৃহকর্মী হিসেবে যোগদান করার কিছু দিনের মধ্যে তার মেয়ে তাকে মোবাইল ফোনে জানান যে, ওই পরিবারের প্রধান গৃহকর্তা ও তার ছেলে প্রতিনিয়ত তার উপর পাশবীক নির্যাতন চালাচ্ছে। শারীরিক নির্যাতন চালানোর পাশাপাশি তারা যৌন নির্যাতনও চালায়। এ ঘটনার প্রতিবাদ করায় জলন্ত সিগারেটের আগুন দিয়ে তারা তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে ছ্যাকা দিয়েছে ও গভীর ক্ষত তৈরী করে দেয়। বিদেশে গিয়ে নির্যতিত হওয়া ওই মেয়ের বাবা সিরাজুল ইসলাম কেদে কেদে কর্মকর্তাদের বলেন, আমার মেয়ে সৌদি আরবে প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে। তার অবস্থা আশংকাজনক। তাকে জীবিত অবস্থায় দেশে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার বলেন, গৃহকর্মীর কাজে সৌদি আরবে যাওয়া সোনারগাঁয়ের এক মেয়ে নির্যাতনের শিকার হচ্ছেন বলে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। মেয়ের বাবা নির্যাতনের শিকার হওয়া তার মেয়েকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে আমাদের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রনালয়ের সহযোগীতা চেয়ে আবেদন করেছেন। আবেদনটি দ্রুত পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।