সিরাজদিখানে স্বামীর সাথে ঘুরতে এসে গণধর্ষনের স্বীকার হয়েছে এক স্ত্রী নববধূ (১৯)। এক ধর্ষককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। দুই ধর্ষক পালিয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকালে উপজেলার পলাশপুর গ্রামে ডিসি প্রসেক্টে। গতকাল সোমবার ধর্ষিতা বাদী হয়ে সিরাজদিখান থানায় মামলা করেছেন। দুপুরে ধর্ষককে আদালতে পাঠিয়েছে পুলিশ। ধর্ষিতাকে পরীক্ষার জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র ও বাদীর এজাহার থেকে জানা যায়, রবিবার বিকালে স্ত্রীকে নিয়ে স্বামী ঘুরতে যায় ডিসি প্রেজেক্টে। বিকাল সাড়ে ৪ টার দিকে ৩ যুবক স্বামীকে মারধর করে বসিয়ে রেখে। স্ত্রী জোড় করে নির্জন বাগানের ভীতরে নিয়ে গণধর্ষণ করে এবং মোবাইলে ভিডিও করে। স্বামী দৌড়ে পলাশপুর মেইন রোডে মসজিদের সামনে গিয়ে বিষয়টি লোকজনকে জানালে স্থানীয়রা এসে সোহেল (২২) নামের একজনকে হাতে নাতে আটক করে বাকি দুইজন দৌড়ে পালিয়ে যায়। সোহেল পাশের উপজেলা ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাঘাপুর গ্রামের ওসমান আলীর ছেলে। বাকি দুইজন সিরাজদিখান উপজেলার পলাশপুর গ্রামের সালাউদ্দিনের ছেলে হিমেল ওরফে নাছির (২০) ও মৃত খোরশেদ আলমের ছেলে শামীম (২৫)। এ ব্যাপারে বাকি ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে ধর্ষিতার স্বজনরা।
সিরাজদিখান থানার ওসি (প্রশাসন) মো. ফরিদ উদ্দিন জানান, তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আসামি ঘটনার স্বীকার করেছে এবং সঙ্গী দুজনের নাম বলেছে। সোমবার দুপুরে আসামি সোহেলকে আদালতে প্রেরণ করা হয়েছে। আজ (সোমবার) থানায় বাদীর অভিযোগের প্রেক্ষিতে মামলা হয়েছে। যার নং ১৩। বাকি আসামীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।