রাজশাহীর মোহনপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার স্কুলছাত্রীর মা বাদি হয়ে মোহনপুর থানায় মামলা দায়ের করেন। রোববার রাতে আসামি আনোয়ার হোসেন হিরোকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার আসামিকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, উপজেলার বেড়াবাড়ি সাধুরপাড়া গ্রামের জনৈক ব্যক্তির মেয়ে বসন্তকেদার বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণী ছাত্রী (১৬)। স্কুলছাত্রীর পরিবারের লোকজন জানান, বেশ কিছু দিন ধরে পাশের বাড়ির মান্নান হোসেনের ছেলে আনোয়ার হোসেন হিরো (২৮) রাস্তা-ঘাটে প্রেমসহ কু-প্রস্তাব ও উত্ত্যক্ত করে আসছিল। গত ১৬ আগস্ট সকালে বখাটে আনোয়ার হোসেন হিরো বাড়ির পাশে স্কুলছাত্রীর হাত ধরে তাকে টানাটানি শুরু করে। স্কুলছাত্রীর চিৎকারে লোকজন ছুটে আসলে বখাটে আনোয়ার হোসেন হিরো পালিয়ে যায়।