শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবা কার্যক্রম আকস্মিকভাবে পরিদর্শনে এসে কর্মস্থলে বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারীকে না পেয়ে নাখোশ হন সাতক্ষীরা জেলার সিভিল সার্জন। একপর্যায়ে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (টিএইচএ) স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশ দেন কর্মস্থলে অনুপস্থিত ব্যক্তিদের কারণ দর্শানোর নোটিশ প্রেরনসহ সর্বশেষ অবস্থার প্রতিবেদন দাখিলের।
কিন্তু নোটিশ প্রাপ্তির পর জবাব দেয়ার মেয়াদ উত্তীর্ন হওয়া সত্ত্বেও একজন কর্মকর্তা কর্মচারী অদ্যাবধি ওই নোটিশের জবাব দেয়নি। অভিযোগ উঠেছে সারা দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধির সময় কর্মস্থলে অনুপস্থিত এসব কর্মকর্তা-কর্মচারীকে কৌশলে রক্ষার চেষ্টা চলছে।
উল্লেখ্য গত ১০ আগস্ট সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহিন আকস্মিকভাবে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন। এ সময় তিনি অফিস সময়ের মধ্যেও স্বাস্থ্য পরির্দশক নজরুল ইসলাম, আবু নুর ইসলাম, ভুপতি ভুষন মন্ডল, মোজাফ্ফর রহমান ও রাশিদুল ইসলামসহ স্যানিটারী ইন্সপেক্টর বিকাশ সরকারকে অনুপস্থিত দেখতে পান।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সুত্র জানায় কর্মস্থলে অনুপস্থিত এসব কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত সময়ের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদানসহ সামগ্রিক অবস্থা অবহিত করার জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়।
নির্দেশনা অনুযায়ী গত ১৪ আগস্ট উপজেলা স্বাস্থ্য কমকর্তা অনুপস্থিত কর্মকর্তাদের কর্মস্থলে উপস্থিত না থাকার কারণ জানতে চেয়ে নোটিশও প্রদান করেন। পাঁচ দিনের সময় সীমা বেঁধে দিয়ে সংশ্লিষ্টদের নোটিশ দেয়া সত্ত্বেও গত ১৮ আগস্ট পর্যন্ত কেউ নোটিশের কোন জবাব দেয়নি বলে জানা গেছে।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচএ) অজয় সাহা জানান, সিভিল সার্জনের নির্দেশনা মতে অনুপস্থিথত সকলকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয় গত ১৪ আগষ্ট। কিন্তু পাঁচ দিন মেয়াদের শেষ দিন ১৮ আগস্ট পর্যন্ত আমার হাতে কোন লিখিত জবাব পৌছায়নি। বিষয়টি জেলা সিভিল সার্জনকে অবহিত করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি কোন উত্তর দেননি।